Our History

প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্যের স্থান অগনিত সুফী সাধক ও বার আউলিয়ার পূণভূমি বীর চট্টলার এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটি পশ্চিম বাকলিয়ার প্রাকৃতিক নৈসর্গের অপরূপ সৌন্দর্যের মনোরম পরিবেশে গড়ে উঠেছে। জনশ্রুতি আছে, প্রাচীনকালে শুলকবহরের পাশদিয়ে কর্ণফুলী নদী প্রবাহিত ছিল। খ্রিষ্টীয় অষ্টম-নবম শতকের দিকে আরব্যবণিকেরা বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে কর্ণফুলী মোহনায় তৎকালীন সময়ে শুলকবহরে জাহাজ বেড়াত। কালক্রমে শুলকবহরের দক্ষিণ পশ্চিম অংশে নদী ভরাট হয়ে চর জেগে উঠে। এ চরে স্থানীয় বাসিন্ধারা সবজি চাষ করতেন। তখন আরব্যবণিকেরা এই সবজি ক্ষেতকে বাকিল্লাহ বলে অভিহিত করতেন। পরবর্তীতে এই বাকিল্লাহ থেকে বাকলিয়া নামকরণ করা হয়। ১৯৬৭ সালে বাকলিয়া সরকারি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।



More News

« August 2017 »
Sat Sun Mon Tue Wed Thu Fri
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31